ঘোরাঘুরি: বেয়াড়া নয়, সবার জন্য পেয়ারা ফ্রি
রাত নয়টা বাজার ১০ মিনিট আগে সদরঘাট পৌঁছে যখন বেশ আয়েশি ভঙিতে ঘাটে প্রবেশ করছি, তখনই জানলাম বরিশালের শেষ লঞ্চ ছাড়ে রাত নয়টায়। ততক্ষনে দলের দুই সদস্য ঘাটে না ঢুকে এটিএম বুথ খুঁজতে গিয়েছেন। টাকা ছাড়া এই দীর্ঘ সফর তারা করতে পারবেন না। কিন্তু টাকা তোলার সুযোগ কই যখন বরিশাল না যাওয়ার…